———————–
কলমে: মহম্মদ মফিজুল ইসলাম
তখন আমাদের অনেক কিছুই ছিল না।
কিন্তু একটা আস্ত পৃথিবী ছিল।
আমরা বেঁচে ছিলাম।
পাথর, জল আর দু’চোখে স্বপ্ন নিয়ে।
সেই পৃথিবীটা ক্রমশ ছোটো হচ্ছে, ভেসে যাচ্ছে।
মেঘের দিকে তাকলে বৃষ্টি হতো।
আকাশে মাঝে মাঝে বেজে উঠত বজ্রপাতের স্বরধ্বনি।
ফাঁকা মাঠে সবুজ ঘাস জন্মাতো।
তাতে বিষ ঢেলেছে কারা?
মাটি পুড়েছে, জল কমেছে।
ফলন্ত গাছে জ্বলন্ত আগুনে কাঁদছে গাছপালা।
আয়নায় দেখা যায় লাঙলের ভোঁতা ফলা।
ধার কমেছে কাস্তের।
এখন আর হাতে হাত বাড়ায় না কেউ।
বনের দিকে ছুটে যাওয়া
রক্তাক্ত জলাভূমি গুমরে গুমরে মরে।
ভোরের সূর্য
স্বাধীন আলো খোঁজে শুধু তন্নতন্ন করে।
======================
======================
পূর্ণাঙ্গ ঠিকানা / যোগাযোগ
——-‐—————————————
নাম : মহম্মদ মফিজুল ইসলাম
পিতা: মৃত আব্দুল মালেক মোল্লা
গ্রাম : মাছিভাঙা
পোস্ট অফিস : মাছিভাঙা
থানা : পোলেরহাট ( পূর্বতন কাশিপুর )
ভায়া : রাজারহাট
জেলা : দক্ষিণ ২৪ পরগনা
পিন নম্বর : 700135
হোয়াটস অ্যাপ নম্বর : 9609423751
e-mail : mofizult4@gmail• com
=====================