কলমে: মোঃ সাব্বির হোসেন
ভেবোনা তুমি অমর মানব,
অবনির বুকে স্ব-প্রথা স্থাপিবে!
ভুলনা কবো এ ধরা পরীক্ষাগার
তাহাই জুটিবে ললাটে ফল, সযত্নে যাহা রুপিবে।
বপু বলে করোনা কবো অসহায়ে হরন
হইওনা সৃষ্টিকূলের নিপাতের দায়ী!–
ছলে-কলে ভক্ষুনা দারিদ্র্যের ত্রাণ।
নৃ-গাত্রে বিশ্বপতি দিয়াছেন হায়াত নামক ঘরি
তোমারই রহমের আশে প্রভু
তোমারই চরণে রোজ, পঞ্চক্ষনে লুটাইয়া পরি।
মস্ত বেকুব তুমি ভাই, দ্বীনের তরে অজ্ঞ!
আছে কি আপন তোমার কালদিনের প্রতিনিধি?
পাপ মুছিয়ে নেকি দিবে আছে কেউ যোগ্য?
প্রাণ্যগতরে সালাতের তাগিদে নানান অযুহাত
কর্ম-বিনে মজুরি পাবে? পাবে শূন্য হাত!
তোমাতে সুধায় অধম করো সত্য অন্বেষণ –
আমি হতে বিজ্ঞ তুমি;
আশাবাদী পেয়েছো বিশ্লেষণ।
ক্ষণিকের মুক্তহল স্ব-মতে পারিচ্ছো অমূল্য অবকাশ
রঙ্গমাঝে ডুবে তুমি বে-খেয়ালী –
বিশ্বনবি করিয়াছেন শতমার্কের ফাঁস।
_________________________
মোঃ সাব্বির হোসেন
বাদেচিরাম, চিরাম, বারহাট্টা, নেত্রকোনা ছদ্মনামঃ প্রকৃতিপ্রেমী কবি।