কুরআন মধুর বাণী
সকাল সন্ধ্যা পড়লে কুরআন
মন টা আলোয় ভরে,
আল্লাহর রহমত বরকত যেন
উপচে পরে ঘরে।
নদীর ঢেউ পাখির গান
কুরআন আমার সংবিধান ;
কুরআন হলো মহান রবের
শ্রেষ্ঠ মধুর বাণী,
সব সমাধান কুরআনের মাঝে
আমরা সবাই জানি।
আল কুরআনের মধুর সুরে
আঁধার পালায় দূরে,
কুরআন হলো জীবন বিধান
বিশ্ব জাহান জুড়ে।
লাইলাতুল কদর
উড়ছে পাখি গাইছে গান
লাইলাতুল কদরের আহবান,
ওরে বন্ধু মুসলমান
পড়তে থাকো আল কুরআন।
শুভ রজনী শুভ রাত
চলে এলো শবে কদরের রাত;
ইবাদত করি সারারাত
হবে তোমার গুণাহ মাফ।
যদি তোল খালি হাত,
ভরিয়ে দিবে আল্লাহ পাক।
শবে কদরের রাত পেয়ে
আমরা ভাগ্যবান,
আল্লাহ তুমি এরাতে আমল করার
তৌফিক করো দান।