রিফাত, বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলার বেড়া উপজেলায় নানা কর্মসুচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বুধবার (২৬মার্চ) সূর্যদ্বোয়ের সাথে সাথেই বেড়া মডেল থানা ও আমিনপুর থানায় একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা শুরু হয় এবং সকল সরকারি/আধা-সরকারি/স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর সকাল ৯ টায় শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন , বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্স এবং বিএনসিপি সমম্বয়ে কুচকাওয়াজ প্রদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র,ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শন এর মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, বেড়া সার্কেল। অলিউর রহমান, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।ডাঃ তাহমিনা সুলতানা নিলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা। উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আনসার ও ভিডিপির কর্মকর্তাবৃন্দ। ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানিত হবে। উপজেলা সকাল মসজিদ,মন্দিরে,গীর্জায় জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত,প্রার্থনা করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে রোগীদের উন্নত খাবার পরিবেশন করা হবে।