-মাহফুজা রহমান
শিক্ষক জাতি
মহৎ অতি,
মেনো প্রগতি
নয় দুর্গতি!
শিক্ষার মান
না করো খান,
যা ব্যবধান
তুমি মহান!
শিক্ষক দেয়
যদি প্রশ্রয়,
কোন অন্যায়
না করে ন্যায়!
সেদিনি কথা
না নিয়ে ব্যথা,
বুঝাও যথা
কামড় বৃথা!
তুমি অন্যায়ে
হলে সদয়,
কে মহোদয়
পার্থক্য রয়!
তোমার তার
কি বলি আর,
শিক্ষার্থী স্যার
যে কারবার!
শিক্ষক গুরু
মানুষ বড়ো,
দোয়াও ধরো
তবে কি করো!
ভেবে করিও
কষ্ট ভুলিও,
ক্ষমা চাহিও
প্রার্থনা নিও!