সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনায় সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
২৭শে মার্চ বৃ্হস্পতিবার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে মধ্যনগর ও তার পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। ইফতার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ। উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাওর বন্ধু হিসেবে খ্যাত সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
আরোও বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার, মমিনুল হক বেনু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন, মো. ইনামুল গণি রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক মো. গোলাম সইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পী হাসান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, সদস্য কামাল হোসেন, সদস্য বিপ্লব তালুকদার, সদস্য ও সাবেক ইউপি সদস্য নান্টু সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক তালুকদার, যুগ্ম আহ্বায়ক আলিম, সদস্য তাজুল ইসলাম, আল নোমান সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি জলিল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব, সদস্য সচিব শেফুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ,সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর, চামরদানী ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য বকুল তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি নিবাস সরকার, সাবেক ছাত্রনেতা নিক্সন তালুকদার, সাবেক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপি’র অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।