লেখকঃ সাংবাদিক মোঃ জুয়েল খাঁন।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে হাজারো গল্পের বই বের করা সম্ভব মানুষের জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা থাকে যা অন্য আরেক জন মানুষের জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা মানুষই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নানান ধরনের গল্পের সৃষ্টি করে থাকেন যা আমাদের অজানা থেকে যায় আজ থেকে বেশ কিছু বছর আগে আমরা বইয়ের মধ্যে বিভিন্ন গুণী ব্যক্তির জীবনী পড়তাম যে কারণে আমাদের মধ্যে ছিল সভ্যতা ছিল ভদ্রতা ছিল আত্মসম্মানবোধ এগুলো আমাদেরকে অনেক ধরনের জ্ঞান চক্ষু খুলে দিত বর্তমানে কিছুটা পরিবর্তন হয়েছে যে কারণে প্রতিটা পরিবারের মধ্যে রয়েছে অনেক ধরনের সমস্যা যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ে বাবা-মায়ের কথার অবাধ্য থাকে এটা হতে পারে যেকোনো ফ্যামিলির ক্ষেত্রে যে কারণে বিভিন্ন গুণী ব্যক্তির জীবনী আমাদের পড়া উচিত বলে আমি মনে করি এবং প্রতিটি বাবা-মায়ের উচিত তার ছেলে মেয়েকে সঠিকভাবে গড়ে তোলা অধিকাংশ পরিবারে দেখা যায় বাবা মা ছেলে মেয়েকে সময় দিতে চান না এবং অনেকে পারেন না বিশেষ করে তাদের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা দেখা দেয় একটি মানুষ যখন ছোট থাকে তার অনেক ধরনের শিক্ষার প্রয়োজন হয় সেই শিক্ষাগুলো ছোটবেলার থেকে শেখাতে হয় একটি বাচ্চার প্রথম শিক্ষক তার মা দ্বিতীয় শিক্ষক তার বাবা কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে কিংবা ব্যস্ততার অজুহাত দেখিয়ে বাচ্চাদের দূরে রাখতে চাই যে কারণে আজ আমাদের থেকে মায়া মহব্বত এবং আদর স্নেহ কোনটাই তাদের পূরণ করা সম্ভব হয় না যে কারণে তাদের আচরণ পাল্টাতে থাকে একসময় তারাও বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করে থাকে এটা সম্পূর্ণই তাদের ভুল নয়, বিশেষ করে আমি যখন ছোট ছিলাম তখন বাবা মায়ের আদর যত্ন ভালোবাসা অফুরন্ত পেয়েছি তাই হয়তো মানুষের মত মানুষ হতে পেরেছি আজ যদি বাবা-মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত থাকতাম হয়তো আজ মানুষের মত মানুষ হতে পারতাম না আমাদের মাঝে কিছু ভুল ধারণা রয়েছে আমরা অনেকেই মনে করি একটা মানুষের জীবন ভালোভাবে কাটানোর জন্য তার লেখা পড়াই বিশেষ ভাবে দরকার কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার লেখাপড়া শিখেও অনেক সময় ছেলে-মেয়ে খারাপ হতে পারে আদর্শের পথে নাও হাঁটতে পারে লেখাপড়ার পাশাপাশি ভদ্রতা আদর্শ নীতিবান বানানো টাই মা-বাবার প্রথম ধাপ। তাই শিক্ষিত হয়েও অনেক সময় অশিক্ষিতর মতন আলাপ করাটাই অনেকের স্বভাব হয়ে থাকে তাই আমাদের দেশের অনেক কবি বলে গিয়েছেন সুশিক্ষিত হওয়াটাই প্রতিটা মানুষের প্রয়োজন আর সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে জীবন মৃত্যুর মাঝে সৃষ্টি হবে নানা ধরনের গল্প যা অনেক ডায়রির পাতা ভরে আপনি নিজেই লিখতে পারবেন আপনার জীবনের গল্পই পাল্টে দিতে পারে অনেকের জীবনের গল্পটাকে তাই আসুন আমরা সকলেই চেষ্টা করি নিজের জীবনের গল্পটাকে তুলে ধরতে আপনি আজ আছেন কাল হয়তো থাকবেন না জন্ম যখন নিয়েছেন মৃত্যু আপনার অনিবার্য।