কলমে: মহসিন আলম মুহিন
মায়া ভরা মুখ খানা খুঁজে ফিরি
রাত দিন,
মনের মাঝে দেখি তোমায়, নয়নে অন্তরীণ।।
রেললাইন পাশাপাশি যায় না ছোঁয়া,
কাছে থেকে দূরে তুমি এ কেমন মায়া।।
চাঁদের মতো জ্যোৎস্না দিয়ে দূর আকাশে থাকো,
যায় না ছোঁয়া হাত বাড়ালে বিরহের ছবি আঁকো।।
নিঃশ্বাসে বিশ্বাসে আছো তুমি মিশে,
তবুও মনে হয় যেনো দূরদেশে।।