সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে মেহেদী হাসান হৃদয়,শামিম আহমেদ, মিঠুন দে,ইয়াদ হাসান অংকন এর উদ্যোগে মধ্যনগর বাজার মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন ০৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত ২রা এপ্রিল বুধবার রাত ৭টায় মধ্যনগর বিশ্বেশরী উচ্ছ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে বাংলা টাইগার্স বনাম টিম নাইট রাইডার্স অংশ গ্ৰহন করে।৩৬ রানে বিজয়ী হয়েছে টিম নাইট রাইডার্স। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান হৃদয়, মিঠু দাস। খেলাটি সরাসরি সম্প্রচার হয়েছে মধ্যনগর লাইভ।
বিজয়ীদের হাতে প্রাইজ মানি (নগদ অর্থ)তুলে দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজীব রহমান। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর, স্বেচ্ছাসেবক দলের শেফুল মিয়া সহ অসংখ্য ক্রীড়া প্রেমী দর্শক।