সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

কবিতা: সোনার হরিণ

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

কলমে: জুবায়ের আহসান

নৈতিকতা সমৃদ্ধ স্বাধীনতা
পারতপক্ষে না পাওয়া সোনার হরিণ,
বিশ্বের মানচিত্রে যাকে আজ
খুঁজে পাওয়া কঠিন।
নেই বাক স্বাধীনতার অধিকার,
নেই জীবন ও জীবিকার অধিকার।
নেই শিক্ষা ও সুচিকিৎসার অধিকার,
নেই শিশু ও নারীর অধিকার।
নেই মা বোনেদের সতীত্ব রক্ষার অধিকার,
নেই নৈতিকতা সংরক্ষণের কোনো অধিকার।
নেই জান মাল ইজ্জ্বত আব্রু ও নিরাপত্তার অধিকার,
সর্বোপরি নেই বেঁচে থাকার নুন্যতম অধিকার।
মহাবিশ্বের সমগ্র ব্যবস্থাপনাকে প্রভাবিত করে
অবাধ স্বাধীনতা,
সমাজের নির্দিষ্ট সংখ্যক মানুষের স্বাধীনতাকে
অস্বীকার করে লাগামহীন স্বাধীনতা।
মানব রচিত মতাদর্শ ও সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির
নামে স্বাধীনতার,
ফল স্বরূপ দেখা দিয়েছে নৈতিক অবক্ষয় ও
মানবিক মূল্যবোধের হাহাকার।
ছড়িয়ে পড়েছে অশ্লীলতা ও
পর্ণগ্রাফির বিস্তার।
বৃদ্ধি পেয়েছে মাদকাসক্তের সংখ্যার।
বৃদ্ধি পেয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও
অবাধ যৌনতার
বৃদ্ধি পেয়েছে গণধর্ষণ,খুন ও হত্যার।
বৃদ্ধি পেয়েছে হতাশা,অবসাদগ্রস্ততা ও আত্মহত্যার হার।
এ থেকে বাঁচার একমাত্র পথ,
নৈতিকতার নিতে হবে পাঠ
নিতে হবে শপথ।
প্রকৃতপক্ষে স্বাধীনতার
ভিত্তি হল নৈতিকতা,
আর প্রত্যেকের জন্মগত
অধিকার হল স্বাধীনতা।
এ নৈতিকতা বিমন্ডিত স্বাধীনতা
যে কোনো মূল্যে যদি করতে পারি অর্জন,
আজীবন তা যদি করতে পারি সংরক্ষণ,
তবেই হবে মানবতার প্রকৃত উন্নয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102