কলমে- এম. শাহেদ সারওয়ার
—————————–
ক্যামনে করিব শোকর গুজার
নবীজি (দ.) তোমার তরে,
দুনিয়া আখিরাত মসিবত ঝরে
ডাকবো তোমায় জীবনভরে।
জাহানের কৃপায় নুরের মোহনায়
সৃজিলেন ধরার কূলে
কি মায়ার বাঁধন জড়িয়ে
দিলেন উম্মতের বুকে।
ঈমান আমল অশুদ্ধ রবে
রাসুল (দঃ) মহব্বত বিনে
জাগ্রত শয়নে দ্বীন পালনে
অটুঢ থাকবো দ্বীনে।
ভবের মাঝে মোরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ
পবিত্র কোরআনের ঘোষণাতে
উম্মত হয়ে নবীজির(দ.)মহব্বত নাথাকলে
বৃথায় জীবন সর্বস্বার্থে।
আল্লাহর তায়ালার পরে নবীজির(দ.) মহব্বত
আকীদা মোদের অন্তরে
দুনিয়া আখিরাতে কল্যাণ সমেত
জীবন গুজার তরে।
নুরের তাওয়াজ্জুহতে ক্বলব জাগ্রত
হয়রে মুমিনের অন্তরে
যেই নুরের তজ্জল্লিতে হযরত
মুসা (আঃ) বেহুশ তুরে।
প্রিয় নবীজির (দ.) আশেকে দেওয়ানা
হযরত আবুবকর, বেলাল,
ওয়াইশ করণি যার নিশানা
তাদের মতো সেই মহাব্বত
অন্তরে ধারণে মোরা
পাবো জান্নাতের ঠিকানা।
=========০=======
কবি:- এম. শাহেদ সারওয়ার, দুবাই,ইউএই।