চৈতী রোদে পোড়া উত্তপ্ত অনুভূতির প্রমত্ততা
এখানেই থেমে গেছে গৌরিপুর জংশনে।
শ্যামলিমার বুক চিরে তোমার আগমনে
উড়ছিলো মন শিখিনী দখিনা প্রভঞ্জনে।
প্রতিদিন তোমাকে দেখার উদগ্রীব প্রতীক্ষায়
চেয়ে থাকি আনমনে নিকুঞ্জের করিডোর।
চিরন্তন বন্ধনে তোমাকে জড়াবো বলে
অভিপ্রায়ে মিশে থাকি কাটে না যে ঘোর।
মাটি ও মানুষের ঔরসে জন্মান্তর আবর্তন থেকে
তোমাকে নিয়ে যাবো আদিমতার যুগে।
ধ্বংসাত্মক পৃথিবীর অভিশপ্ত নগরী ঘেঁষে
তুমি আমি ছুটে যাবো নিগূঢ় ভালোবাসা যোগে।
অনাগত স্বপ্ন ও সমৃদ্ধির নিটোল ছোঁয়ায়
তোমাতেই গড়বো আমার দ্বিতল বাড়ি।
উজান ঘাটে তরী বেয়ে ভেসে যাওয়ার প্রাক্কালে
সজ্ঞানে বলে দিবো তুমি আমার বহুল প্রতীক্ষিত নারী।