মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
লোলুপ দৃষ্টিরা উঁকি মারে দেশে দেশে,
না সব দেশে নয়, তৃতীয় বিশ্বে,
তারপর শকুনের মতো
কিংবা জোঁকের মতো
নিজেদের পুষ্টি জোগায়।
এই অভিপ্রায়
বাড়িয়ে দিয়েছে অস্ত্রের প্রতিযোগিতা,
এই অভিপ্রায়
প্রথম বিশ্বকে চাপ দিয়েছে উপনিবেশ গঠন করতে
আর ঔপনিবেশিক শাসনের রোলারে পিষে
মার খেয়েছে অধিবাসীরা;
এখনও অব্যাহত রয়েছে কিছু দেশে।
স্নায়ু যুদ্ধ শেষে পরমাণু আর এখন চলছে
মিশাইল ও ড্রোনের প্রতিযোগিতা;
প্রথম বিশ্ব ও দ্বিতীয় বিশ্বের রেষারেষি;
পৃথিবীটা যেন হয়ে উঠছে অস্ত্রের কারখানা
আর মধ্যপ্রাচ্য অস্ত্র পরীক্ষার ল্যাবরেটরি।