কলমে: চন্দনা রাণী
তুমরা আইসেন হামার বাড়ি
আইসেন তাড়াতাড়ি,
ভাদ্র মাসের তালের পিঠা
খাওয়াম মন ভরি।।
তালের পিঠা খাইতে মিঠা
পাইবেন না বারমাস,
তালের পিঠা খাওয়ার হামার
আছে রে অভ্যাস।।
ভাদ্র মাসে তাল পাকে
গরমে খসে পরে,
তালের গন্ধে পাগল মন মোর
আনচান আনচান শুধুই করে।
আইসেন তোমরা হামার বাড়ি
খাবার দিম তালের বড়ি,।।
সাথে দিম আরো তুমাক
চিড়া মুড়ি।
ওরে।।
তোমরা আসবেন হামার বাড়ি
আইসেন তাড়াতাড়ি,
ভাদ্র মাসের তালের পিঠা
খাওয়াম মন ভরি।। ওরে।
ঠাকুরগাঁওয়ের মানুষ হামরা
মুখত সদাই হাসি,
বারো মাসে, নানান পিঠা
খাইতে ভালোবাসি।
তুমরা আইসেন হামার বাড়ি
আইসেন তাড়াতাড়ি,
ভাদ্র মাসের তালের পিঠা
খাওয়াম মন ভরি।।।