কলমে: এম.কে.জাকির হোসাইন বিপ্লবী।
পাকিস্তান মোদের শত্রু রাষ্ট্র
বন্ধুত্বের হাত বাড়ায়,
বন্ধু রাষ্ট্র ভারত মোদের
বন্যার পানিতে ভাসায়।
ভারত পাকিস্তান সবাই আপন
ভাবি না কাওকে পর,
প্রতিবেশী রাষ্ট্র ভারত মোদের
বড়ই স্বার্থপর।
ব্রিটিশ থেকে আওয়ামী পর্যন্ত
ভারত করেছে মোদের ব্যাবহার,
বন্ধুত্বের নামে বাংলার মাটিতে
গঠন করতে চেয়েছিলো সরকার।
আবরার মুগ্ধ শহীদ আবু সাঈদ
লাখো তাজা প্রানের রক্তের জোয়ার,
রক্তের স্রোতে নৌকার পরাজয়
দিল্লিতে পালিয়েছে স্বৈরাচার।
৭১ দেখিনি দেখিনি ৫২
পাক-হানাদারের অত্যাচার,
দেখেছি আয়নাঘর রক্তাক্ত ২৪
গুলি চালিয়েছে স্বৈরাচার।
৭১ রের যুদ্ধে দেশ হলো স্বাধীন
৯৯ তে হলো জন্ম আমার,
সত্য বলার অপরাধে ২১ সালে এসে
উপাধি পেয়েছি আমি রাজাকার।
তখনেই বুঝেছিলাম স্বাধীনতা পেয়েছি
কাগজে কলমে লেখা,
ভারত শাষিত দেশটা আমার
কলংকিত লাল সবুজ পতাকা।
২১শের রাজাকার ২৪ শের যোদ্ধা হয়ে
স্বৈরাচারমুক্ত করেছি দেশ,
ভারতীয় আগ্রাসন রুখেছি মোরা
গড়বো এবার মুক্ত স্বাধীন বাংলাদেশ।