কলমে: কামাল মাহমুদ জয়
আমরা সাহসী ছাত্র সমাজ,
সত্যের পথে নির্ভীক যাত্রী,
অন্যায়ের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ,
অবিচারের পথে জ্বালাই আলো
আঁধার ভেঙে উদিত সূর্যের।
আমরা তারুণ্যের দীপ্ত শিখা,
স্বপ্নের মশাল হাতে ধরি,
এই দেশে গড়ব নতুন দিন,
মানবতার মুক্তির পথে
আমরা অগ্রগামী সৈনিক সব।
আমরা শিক্ষার বাণী নিয়ে,
তোমাদেরই দেখাই পথের দিশা,
অজ্ঞানতার কালো মেঘ তাড়িয়ে,
জ্ঞান-বিজ্ঞান আর প্রগতির পাখায়
ভাসব স্বাধীনতার নীল আকাশে।
আমরা সাহসী ছাত্র সমাজ,
অন্যায় দেখলে থামি না কোনোদিন,
আমাদের বুকে রয়েছে আগুন,
এই মাটিকে ভালোবেসে জ্বলি
আমরা স্বাধীনতার প্রতীক।
আমাদের হাতেই নতুন পৃথিবী,
নতুন আলো, নতুন স্বপ্নের সকাল,
আমরা গড়ব তোমার জন্যই
এক সুন্দর, শুদ্ধ দিনকাল।