“লেখকঃ নাইমা ইসলাম”
______যখন তুমি হাসো, মেঘ কেটে নেমে আসে সূর্যের আলো। বিষন্নতা ছেড়ে মন হয়ে যায় চঞ্চল, অস্থির..!!
______যখন তুমি হাসো, বুকের ভেতর বয়ে যায় প্রেমের ঝড়। পাখিরা গান গায়, দখিনা বাতাস দোলা দেয় মনে। পৃথিবীতে আঁধার কেটে আলো এসে ধরা দেয়..!!
______যখন তুমি হাসো, ঊনবিংশ শতাব্দীর প্রেয়সীর অবয়ব তোমার মাঝে দেখি। চোখে দারুণ অহমিকা অলীক নেশায় ডুবে যাই অবিরত। তোমার হাসিতে পৃথিবীতে নেমে আসে বসন্ত। চারদিকে শুধু আনন্দ উৎসব..!!
______যখন তুমি হাসো, অভিমান সরে যায় নিমিষেই।
তোমার হাসির কাছে পৃথিবীর জাগতিক সব সৌন্দর্য হয় পরাজিত। তোমার হাসি, তোমার আনন্দে পুরো শহর জুড়ে মিছিল বের হয় বিজয়ের..!!
______তুমি হাসো বলেই পৃথিবী এত সুন্দর।
নীরবতা ভেঙ্গে মন কথা বলে। শুরু হয় গভীর আলাপন। তুমি হাসো বলেই পৃথিবীতে মানুষের হাসির এত দাম..!!
তোমার হাসির কাছে পরাস্ত হয়ে আমি কবি থেকে হয়ে উঠি প্রেমিক পুরুষ। বিরহ ছেড়ে রোমান্টিক হই, তোমাকে পাওয়ার জন্য সন্ন্যাসী এপিকুরোসের জীবন বেছে নেই, গভীর সাধনায় ধ্যানে নিবিষ্ট হয়ে ডুবে থাকি তোমার হাসির নেশায়..!!
______তুমি হাসো বলেই তো জীবন এত সুন্দর।
তোমার হাসি ছাড়া পৃথিবীতে এত আনন্দের উৎস খুঁজে পাওয়া দুষ্কর! তুমি হাসো বলেই প্রেমিকার হাসি এত সুন্দর, এত অমায়িক..!!
সবাইকে ধন্যবাদ..!!
সবার প্রতি শুভেচ্ছা রইল।
লেখকঃ নাইমা ইসলাম”
“চট্টগ্রাম,বাংলাদেশ”
“তারিখঃ ১৪/০৯/২০২৪ সাল”