কলমেঃ এম. তাওহিদ হোসেন
আমার কেউ নেই
আমার কেউ কখনোই ছিল না
সুসময়ে লোক দেখানো শুধু অভিনেতা/অভিনেত্রী ছিল।
আমার কেউ নেই
আমার কেউ কখনোই ছিল না
শুধু নিজেদের মন খারাপের দিনে
আমাকে তাদের দুঃখের পথের সঙ্গী করে
আমার কাঁধে সওয়ার করতো।
আমার কেউ নেই
আমার কেউ কখনোই ছিল না
শুধু নিজেদের বিপদের পথের বোঝা বইবার জন্য
আমাকে কুলি হিসেবে বিনে পয়সায় ভাড়া করতো।
আমার কেউ নেই
আমার কেউ কখনোই ছিল না
শুধু নিজেদের আঁতে লাগা ঘা শুকাতে
মলম হিসেবে আমাকে মালিশ করতো।
আমার কেউ নেই
আমার কেউ কখনোই ছিল না
শুধু নিজেদের দুঃসহ রাত্রি যাপনের ক্ষণে
ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শোনানোর জন্য আমায় নিমন্ত্রণ করতো।
আমার কেউ নেই
আমার কেউ কখনোই ছিল না
শুধু নিজেদের প্রয়োজনে ব্যবহার করে
প্রিয়জন হয়ে থাকার মেকি চেষ্টা করতো।
আমার কেউ নেই
আমার কেউ কখনোই ছিল না
আমার আমি আছি তো?