কলমে: জাকির আলম
ত্রিশ পেরিয়ে বয়স যখন চল্লিশের কোঠায়,
তখন তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলে
যতোবার গহীন সমুদ্রে সাঁতরে বেরিয়েছি,
ততোবার বাঁধা পড়েছি তোমার সঙ্গমের কাছে।
ঊরু প্রদেশে হাত রাখতেই উবে যাওয়া তুমি
জাপটে ধরতে আমার পুরুষোত্তম কেন্দ্রভূমি।
রাত-বিরেতে সাড়াশি অভিযানে তোমাকে খুঁজে পেতে
গুপ্তচরের মতো অধীর প্রতীক্ষায় নিমজ্জিত থেকেছি।
কখনো নিঃসীম ঘূর্ণি আঁধারে কামনার জলে ভিজে
ভাসতে গেছি তোমার ত্রিবেণী নদীতে।
পাহাড় খচিত উদ্ভট বিশ্বায়নের অভিসন্ধি পেরিয়ে
পায়ের তালুতে ধূসর পৃথিবীর সবুজাভ মাড়িয়ে
দরজা খুলেছি তোমার অনুপ্রবেশ পেতে।
কখনো মন থেকে মনের নেটওয়ার্ক জোড়াতে
বিনি সুতোর জাল বুনে তোমার পদচিহ্ন এঁকে
বিছিয়ে দিয়েছি আমার অবারিত আকাশ।