লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
_____________________________________
প্রেমের কবি,দ্রোহের কবি
কাজী নজরুল ইসলাম তোমার নাম,
আজ ৪৮তম প্রয়াণ দিবসে
জানায় তোমায় হাজারো সালাম।
অন্যায়ের শৃঙ্খল ভেঙ্গেছে যত
তোমার প্রতিবাদী কলমের তরে,
তোমার দৃঢ়কণ্ঠে হেরেছে শত
অনিয়ম,অপশাসনের গূঢ় রহস্য।
প্রেমাস্পদমাখা ছন্দের তালে
লিখেছো শত শত গান,
ঐ তালে এখনো চিরঞ্জীব তুমি
‘প্রেমের কবি’ নামটিতে খুঁজে বেড়ায় ঘ্রাণ।
ইসলামের প্রতি অগাধ জ্ঞানে
রচনা করলে অজস্র সংগীতমালা,
মুর্শিদ প্রেমে ও মগ্ন থেকে
রচনা করলে অসংখ্য মুর্শিদী-গীতিকা।
নিজের হাসিকে বারণ করে
হেসেছো দুঃখীনিদের ভীরে,
কুলি-মজুরদের অধিকারের প্রশ্নে
তোমার তর্জনী ছিল আগে।
পরাধীনতার অবসান ঘটাতে
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তুমি;
রচনা করলে ‘বিদ্রোহী’ কাব্যের,
শোষকসমাজে লেগেছে আগুন
করতে হল তোমায় কারাবরণ।
আজো তোমার বাজছে সানাই
সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি,
দিকে দিকে আজো বিপ্লবী মঞ্চে
তোমার লেখনী প্রেরণা যোগায়।।
__________________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।