ভালোবাসি বলেও আমরা বাসতে পারিনি
অযথাই মিথ্যাচার করেছি হৃদয়ের সাথে
হাত ছুঁয়ে কেঁপে উঠিনি আবেগে
কথার কথায় বলেছি এ প্রেম
চোখের পানে চেয়েছি অপলক
কাঁপেনি চোখের তারা।
আজ দেখো অনাবৃষ্টিতে চৌচির মন
তিয়াসে মৃতপ্রায় স্বপ্ন পারাবত
বৃষ্টি নামে না আর
ভিজিয়ে দেয় না আমাদের কপট ছলনা
নিটোল জলে।
অপেক্ষা করে করে করে আমরা পুড়ে যাচ্ছি
তাপে পরিতাপে
বৃষ্টি আসে না।
এতোসব মিথ্যের বাড়িতে
বাজে না বৃষ্টির গান, জলের স্নান।
এসো প্রতিজ্ঞাবদ্ধ হই
এবার বৃষ্টি এলে
ধুয়ে নেবো নিজেদের মিথ্যেগুলো
ধারণ করবো অন্তত কিছুটা সত্য ও সততা
হৃদয়ে হৃদয় মিলিয়ে
আমরা ভিজবো
ঠিক আছে?