আনোয়ারুল কবির বাবলু।
নুনের মাঝে ঘুন ধরেছে, শুনলে হাসি পায়
ঘুন পুকারা মনের সুখে গুন গুনিয়ে গায়।
বুদ্ধি বিবেক খাইছে ঘুনে,লাঞ্ছিত হয় শিক্ষক
ছাত্ররা আজ শিক্ষক হইছে, রক্ষক হয় ভক্ষক।
শিক্ষা গুরু গান শিখালো, বিধি দিল সুর
শিক্ষা শেষে আমিই গুরু, আসছি বহুদুর।
ছাত্রের কাছে শিক্ষক হবে আদর্শের বিবেক
এরা কোন ছাত্র, লাঞ্ছিত করে চায় পদত্যাগ।
বিচারপতি করবে বিচার আইনের কথা বলে
ছাত্র নামের ফেরেস্তাদের উল্টা বিচার চলে।
ইঁদুর রাজ্যে সভা ডাকে, ধানের ক্ষেতে দিছে কেন জাল
আলটিমেটাম দিয়ে গেলাম, কেটে দিবে কাল।
আমরা সবাই ঐক্যবদ্ধ, থাকবেনাকো বৈষম্য আর দুর্নীতি
অযোগ্যরা যোগ্য স্থানে তাতেই বাড়ে দুর্গতি।
নুনে যদি ঘুনেই ধরে, লক্ষন ভালো না
আদর্শহীন রং বদলিয়ে, জীবন চলেনা।