মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

কবিতা: বিবেক বেচতে এলাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

কলমে: ফরিদ আহমদ ফরাজী

চোখ বিক্রি করে আমি ঢাকা এসেছি।চারদিকে কিছুই দেখতে পাইনা।

পথের মধ্যে একজন বললেন; কান দুটোও রেখে যাও।রেখে এলাম। এখোন ভালো মন্দ কিছুই শুনতে পাইনা।

অন্ধত্ব নিয়ে সামনে যাচ্ছি।
তবে খুব খারাপ লাগছে। একজনকে বললাম ভাই ; এই খারাপ লাগার কারণ কী?

সে বললেন -বোকা ছেলে, বিবেকটা বিক্রি না করলে এমনই হবে। তুমি বিবেক বিক্রি করে দাও।

এখন আমি এ শহরে একজন ভালো ক্রেতা খুঁজতেছি।

কয়েকজনকে বললাম, ভাই; একটা বিবেক ছিলো আমার কাছে। খুব কমদামে বিক্রি করবো। নিতে পারেন। তারা বললেন – মাথা খারাপ আমাদের বিবেকগুলো এই মাত্র বেচে দিয়ে এলাম।কুকুরের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102