০১- মানুষ কেনো অমানুষ
মানুষ হয়ে জন্ম নিয়েও
হয়না কারো হুঁশ
চোখের সামনে ঘটে চলছে
তবুও মোরা বেহুশ।
বুদ্ধি বিবেক আছে সবার
তবুও করি অন্যায়
খুন খারাবির অত্যাচারেও
মাথা নিচু রয়।
কাপুরুষের বেশ ধরেছি
হাতে পরে চুড়ি
যার বাঁচা সেই বাঁচি
কোমরে বেঁধে দড়ি।
আজকে তুমি কালকে আমি
পরশু অন্য লোক
স্বজন হারানোর সময় আসবে
পাবে সবাই শোক।
০২- মা
মা আমার চোখের মণি
আমার সুখের পরশ
পৃথিবীর বুকে সবচেয়ে দামী
আমার স্বপ্নের আরশ।
আমার গভীর দুঃখের দিনের
ভরসার দুটি হাত
অমাবস্যার অন্ধকার রাতেও
জ্যোৎস্না ঝরা চাঁদ।
কঠিন বিপদের বন্ধু আমার
আঁচলে সব সুখ
শত চিন্তায় অবসান ঘটে
জড়িয়ে নিলে মুখ।