কলমে: আনোয়ারুল কবির বাবলু
কি এমন সুখের আশায় বাঁধিলাম ঘর
সে ঘর এখন অন্ধকারে, সবাই হল পর।
যারে আমি ভালেবেসে ঘর ছাড়িলাম, সে বাসেনা ভালো
আমায় রেখে অন্ধকারে, অন্যের ঘরে জ্বালায় আলো।
কাকের মনে ইচ্ছে হলো, নাচবে সে মন ময়ুরের বেশে
নাচ শিখতে চলে গেল, নাচ হীনতার দেশে।
নাচের বদল শিখলো কাক, বে সুরা এক গান
গাইতে গেলে দৌরে পালায়, চেপে ধরে কান।
জুর করে সে শুন সবাই, সুখের কথা বলি
আমজনতা সুখের আশায় দিয়ে গেল হাততালি।
এই জনতা বোকা হলেও শাসক দলের পুজি
এদের তারা ডলার ভেবে বাড়ায় রুটি রোজী।
মনের কোনে মেঘ জমেছে, বৃষ্টি হয়ে ঝরবে
আষাঢ় এলেই মরা নদী জোয়ার জলে ভরবে।
রাজায় প্রজায় হয়না দেখা, কি বুঝিবে প্রজার ব্যাথা
দিচ্ছি তোমায় আরও দিব, শুধুই কথার কথা।