০১- মহান আল্লাহ আমার জন্য যথেষ্ট-
অসুস্থতায় ধৈর্য্য হারা হই না যেন কভু
আমার জন্য যথেষ্ট তুমি হে মহান প্রভু,
ইচ্ছাকৃত গুনাহ সমূহ মাফ করে দাও
প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও।
ঈমান দ্বারা সুশোভিত করে দাও হৃদয় মিথ্যা ও গীবত প্রচারে হৃদয়ে দাও ভয়,
সংশ্লিষ্ট করে দাও সৎকর্মশীলদের সাথে
পরিচালিত করো না ফিতনা ও কুপথে।
নিষ্কলুষ অন্তর ও সত্যবাদী জিহ্বা চাই
জীবনের ত্রুটি-বিচ্যুতির ক্ষমা যেন পাই,
তোমার রহমতের ছায়ায় যেন পাই ক্ষমা
আমার প্রার্থনা রইল তোমার কাছে জমা।
০২- প্রতি মুহূর্ত মৃত্যুর দিকে এগোচ্ছি-
চারিদিকে ঝলমলে আলো রং হীন
বিবর্ণ সময় এগিয়ে যাচ্ছে খুব দ্রুত,
পঙ্গপালের মতো ছুটছে মানুষ
সুবিস্তীর্ণ স্বার্থের অন্ধকার গুহায়।
লিপ্সা ভরা হৃদয়ে জাগে না মৃত্যু ভয়,
অথচ প্রতি মুহূর্ত মৃত্যুর দিকে এগোচ্ছি,
পাপ পূণ্যের হিসাব ভুলে কেন হাসচ্ছি?
ক্ষণিকের কালো মেঘ এই ছোট্ট জীবন
রং তামাশা ছেড়ে হবে নিঃসংশয় মরণ,
আলো রেখে কেন আঁধারে চলি অকারণ।
০৩- অহংকার পতনের মূল-
কোন কাজে অহংকার করা ভালো নয়
জ্ঞানী গুণী সৎ লোক এই কথাটি কয়,
অহংকার করাটা মন্দ লোকের স্বভাব
অহংকারী ব্যক্তির মনুষ্যত্বের অভাব।
অহংকার পতনের মূল সবাই জানি
জানার পরে এই কথা কয়জন মানি?
অহংকারী হৃদয়ে জমে শুধু কালো
তাদের হৃদয় অম্বরে জ্বলে না আলো।
অহংকারী ব্যক্তির মন কুলুষিত ভরা
কিভাবে গড়বে সে আলোকিত ধরা,
নিরহংকার ব্যক্তি সবার কাছে ভালো
অহংকারী ব্যক্তি হয় জগতের কালো।
০৪- গীবত-
অন্যের দোষ খুঁজে মোরা গীবত করি ভাই
নিজের দোষ হাজারটা খোঁজার সময় নাই,
গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান,
এই কথাটি পবিত্র হাদীসে পাওয়া যায় প্রমাণ।
গীবতকারীর চরিত্র সে নিজেই তুলে ধরে,
মুখ বাঁকিয়ে পরচর্চা করে ঘরে ঘরে।
পরনিন্দা করে সে পায় ভীষণ সুখ,
গর্বে যেন ফুলে ওঠে গীবত কারীর বুক।
গীবত করা কবিরা গুনাহ এই কথাটি ভুলে,
পরনিন্দা করে বেড়ায় মন প্রাণ খুলে।
আমল সব হচ্ছে শূন্য গীবতকারী কি জানে?
জানার পরে ও এই কথাটি ক’জন বলো মানে?
০৫- হৃদয় গহীনে-
তুমি আছো হৃদয় গহীনে হে আমার রব
সুখ দুঃখের কথামালা তোমায় বলি সব,
তুমি আছো সকল সময় আমারই পাশে
দুঃখ পেলে মনটা আমার সুখে তাই হাসে।
সুন্দর বহমান তোমার দেয়া শান্তির হাওয়া
তোমারই প্রশংসায় পাখিদের গান গাওয়া,
যখন চেয়ে দেখি পাহাড় ঝর্ণা নদী আর বন
মাশ-আল্লাহ বলে বলে শান্ত হয়ে যায় মন।
সাগরের গভীরতা দেখে মনে মনে বলি
এমন গভীর ঈমান নিয়ে আমি যেন চলি,
তোমার সৃষ্টি দেখে জুড়িয়ে যায় দু’চোখ
পথ ভোলা মানুষের বুকে নেই কোন শোক।