এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে গণ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা গেট চত্বরে ছাত্র-জনতার গণ বিপ্লবে গণহত্যার বিচার, দূর্ণীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করেন।
জেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় গণ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, এদেশ অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে চলমান রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয়ভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহন করেছে। আমাদের অনেক ভাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন।
তিনি আরও বলেন, ” নো আওয়ামী-লীগ, নো বিএনপি ইসলাম ইজ দ্যা বেস্ট”। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ আওয়ামী-লীগ ও বিএনপির শাসনামল দেখেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে চার’চারবার দূর্ণীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাষ্টের টাকা আত্মসাৎ করেছে, হাওয়া ভবনের গল্প সাধারণ মানুষ জানে। তাদের হাত থেকে রেহাই পেতে মানুষ আওয়ামী-লীগকে ভোট দিয়েছে। আর আওয়ামী-লীগ লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। এখন ইসলামী কল্যান রাষ্ট্র গঠনের দিকে সকলকে নজর দেওয়ার আহ্বান জানান।
এ সময় গণ সমাবেশ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।