তুমি যেমন করে বল
সব কি এতো সহজ?
নিষ্পাপ মুখের হাসি
সলিড ভালোবাসাবাসি এতো সহজ?
ফুল ফুটতে দেখা?
তুমি ফুটন্ত ফুল দেখেছ
ফুটতে কি দেখেছ?
ফুল ফোটা কি এতো সহজ?
কবে দেখেছ তুমি বিকল্প মন-
সারাক্ষণ তীব্র দহন
এতো সহজ মানব জীবন?
যা তুমি মনে করো!
বৃষ্টি ঝরছে কত?
হিসাব করেছ?
সবার জীবনযাপন কি এতো সহজ?
নয়নের জল কি সহজ?
জমিয়ে কি রাখা যায়?
ভালোবাসি বলা সহজ-
ভালোবাসা কি এতই সহজ?
যত করে তুমি বলো?
কালো ছাড়া কি আলোকিত হয় আলো?
সবাই কি নষ্ট?
পথভ্রষ্ট!
গণহারে বলা যায় কিন্তু গণহারে কি প্রমাণ হয়?
তুমি যাকে শত্রু মনে করো-
সে কি এতো সস্তা?
বালির বস্তা চাইলেই কি পাওয়া যায়?
জীবনের বিবর্তন
মরণ!