কবি: কামরুন নেসা লাভলী:
দেশে দুঃশাসনের হয়েছে কি অবসান
আজও তা আছে এখনো চলমান
যে বিদ্যাপিঠের সন্তান
করল স্বৈরাচারের পতন
সেই বিদ্যাপিঠের সন্তান
হয়ে কেন মানুষ করে নিধন ?
আমরা যারা বলি করলাম দেশ স্বাধীন
তবে কার শাষণে এখনো আমরা পরাধীন
বুয়েটের আবরার দিয়েছিলো প্রান
তা ছিল শাষকের অবদান
ফরহাদ ও চেয়ে পায়নি বাঁচাতে
ঘাতকের পেশনিতে নিজ প্রান
রক্ষক ছিল ভক্ষক তাইতো —
শাষক ছিল নির্বিকার
চেয়েও পায়নি বিচার
তবে আজ কেন প্রান দিল ?
অবুঝ মাসুম তোফাজ্জল
যার চাওয়া ছিল শুধু দু,মুঠো ভাত
মা-বাবা, ভাই সব হারিয়ে একাই
বেঁচে ছিল ভারসাম্যহীন এতিম এই অনাথ
এখনো যদি তুমি, আমি থাকি এমনই চুপ
না জানি কতো প্রান আহুতি দিবে নিশ্চুপ
শাষক, তোমার আর কতকাল জুলুম
জেনে রাখা ভালো —
দিন শেষে আমরাই মাজলুম।।