কলমে: মহম্মদ মফিজুল ইসলাম
চাঁদের চেয়েও স্নিগ্ধ বেশি সে তো আমার মা।
কোটি ব্যথা মোছে যার পরশে সে তো আমার মা।
লক্ষ তারার চেয়েও উজ্জ্বল সে তো আমার মা।
হীরার চেয়েও আরও দামি সে তো আমার মা।
গুলবাগিচার সুগন্ধে ভরা সে তো আমার মা।
মোর জ্ঞানের আলো যে জ্বেলেছে সে তো আমার মা।
বিরামহীন নাড়ির স্পন্দন সে তো আমার মা।
স্নেহ-ভালবাসা আর মায়ায় ভরা সে তো আমার মা।
যাকে ছাড়া একা, যায় না থাকা, সে তো আমার মা।
শত বিপদে রক্ষাকবচ হাতের মুঠোয় সে তো আমার মা।
তুমুল ঝড়েও ঠিক ঠিকানার মাইলফলক সে তো আমার মা।
সবার সেরা, সবার সেরা, সবার সেরা সে তো আমার মা।