কলমে: আব্দুল্লাহ আল-মামুন।
ওহে মেধাবী তোরা কি শিখলি
বুঝে আসেনা কিছু
পিটিয়ে পিটিয়ে হত্যা করিস
তোরা এতই নিচু।
ক্ষুধার জ্বালা সহিতে না পেরে
চেয়েছিল একটু জল
তার বিনিময়ে চোর উপাধিতে
মৃত্যুই পাইলো তোফাজ্জল।
মেরেই যখন ফেলবি তারে
কেন খাওয়াইলি ভাত
হত্যায় নেশায় মগ্ন যখন
তোরাও হবি নিপাত।
বাহ বাহ আর হাততালিতে
হেসেছিল সকল জন
বাঁচাও বাঁচাও চিৎকার করে
কেঁদেছিল তোফাজ্জল মন।
ভিন্ন ভিন্ন কোয়ালিটির মার
চর, থাপ্পড় ও ঘুসি
নিথর দেহ লুটিয়ে পরেছিল
তখন সবাই খুশি।
চোর পাগলের চিনিসনা তোরা
কেমন তোদের মেধা
জনগণের টাকায় ভার্সিটিতে পড়ে
হোস তোরা গাধা।
ওহে মেধাবী কবেই হবি শান্ত
করবিনা মায়ের বুক খালি
মানুষ হয়ে অমানুষের মত করে
দিবিনা আর মানুষ বলি।