০১- ভুলে যাও
——————————–
তুমি তো তোমার বাবার একমাত্র ধনীর মেয়ে
থাকো তুমি উচ্চ অট্টালিকায়
আমি থাকি ভাঙ্গা টিনের ঘরে।
বাবা যখন তোমায় শাসাবে
তখন হয়তো বলতে পারো আমার কাছে এসে
তোমার আমার মিলন
বাবা নাকি নিবে না কোনোদিনও মেনে।
তখন কি করতে পারবো আমি বলো?
না পারবো তোমায় আমার করে নিতে
না পারবো তোমায় তখন ভুলে যেতে।
পুরো জীবন তখন আমার
জাজাবরের মতোই হয়তো কাটতে পারে।
তার কি কাম আছে
আমায় তুমি ভুলে যাও?
এতেই আমার অনেক মঙ্গল হতে পারে।
নয়তো তোমার বাবা আমায় রাতে ধরে নিয়ে
ইচ্ছে মতো পিটিয়ে ফেলে দিয়ে যেতে পারে পথে।
ছিল না থাকার মতো আমাদের
কোনো নিজস্ব জমি,
তোমার বাবা আমাদের থাকতে দিয়েছিল দয়া করে
তাই এতদিন তোমার বাড়ির পাশে থাকতে পেরেছি।
তোমার বাবার খেয়ে পরে
বলো কেমনে তুমি তাহলে
তোমার বাবার সাথে বেঈমানি করি?
তার কি কাম আছে
আমায় তুমি ভুলে যাও?
এতেই আমার অনেক মঙ্গল হতে পারে।
০২- মধুকাল
——————————
মধুকাল গড়িয়ে আসে
রঙ্গন চারপাশে ভরে যাচ্ছে।
রঙ্গনগুলো দেখতে
রবাঙ্গনা দেখাচ্ছে।
রঙ্গনকে বাহু দিয়ে
ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
তবুও কবি বলেছেন
রঙ্গনকে না ছিঁড়ে
অনুভব করো বাহির থেকে।
তরুতে ফুটে আছে পলাশ ফুল
যা পরিবেশ বিশেষজ্ঞদের করে স্বাগতম।
মধুকালে ঘটে গেছে
আমাদের মাতৃভাষা রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন
যেখানে প্রাণ দিয়েছে গেছে
একাধিক শিক্ষার্থীগণ।
০৩- আর্শীবাদের বৃষ্টি
——————————–
আজকের দিবসের বৃষ্টি
তুমি ছিলে
সহস্র মানুষের সহস্র প্রত্যাশা।
তোমার জন্য
আমরি তিন দিন ধরে
অপেক্ষায় বসে আছি।
তুমি কখন
নেমে আসবে ধরায়?
অবশেষে সকল
অপেক্ষার অবসান ঘটিয়ে
তুমি আর্শীবাদ হিসেবে
অদ্য ভুবনে পতিত হলে।
বহু দিন তুমি বৃষ্টি আসো না
তাই তোমায় নিয়ে আমাদের
সহস্র অভিযোগ অভিমান থাকলেও,
তুমি ধরাতে পতিত হওয়ার পরপরই
আমরি সকল অভিযোগ অভিমান ভুল গেছি।
বৃষ্টি তোমার অপেক্ষায়
উষ্ণতার জন্য তিন ধরে
সুপ্তি হচ্ছিলো না।
বৃষ্টি তোমার যে এতই গুরুত্ব
উষ্ণতা এত না হলে
কখনোই অবগত হতাম না।
০৪- নাজেহাল
————————
গরমে অদ্য সবাই
হয়ে গিয়েছি নাজেহাল।
কাপড় শরীরে রাখাই সবার
হয়ে গিয়েছে বড় বেসামাল।
নেই শরীরে অদ্য
স্বয়ংরের কাছে লুঙ্গি ছাড়া
কোনো কাপড়ের
বিন্দু পরিমাণের ও সুতা।
তবুও ঘেমেই যাচ্ছি
এই উষ্ণতায় আমিত্ব দিবারাত্রি।
কবে হবে শেষ উষ্ণতা?
আসবে স্বস্তির বৃষ্টি।
সেই অপেক্ষায় অদ্য সবাই
শুধু জল্পনাই করে যাচ্ছি।
আসুক নেমে
আবার ভুবনে
উষ্ণতা চলে গিয়ে স্বস্তি।
আসুক নেমে
উল্লাস করার মতো বৃষ্টি।