০১- একটা মানুষ থাকুক
————————————–
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে করতে হবে না মিথ্যে অভিনয়।
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে বলতে পারব, না আমি ভালো নেই।
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে দ্বিধা ছাড়াই সব পারব বলতে খুলে ।
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে মন খুলে কাঁদতে পারবো।
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে শত ক্ষত পারব দেখাতে।
জীবনে একটা মানুষ থাকুক
যার কোলে পারব মাথা রাখতে।
জীবনে একটা মানুষ থাকুক
যে বিপদে বলবে হ্যাঁ আমি আছি পাশে।
জীবনে একটা মানুষ থাকুক
যে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।
জীবনে একটা মানুষ থাকুক
যে ভুল পথে গেলে শাসন করবে।
জীবনে একটা মানুষ থাকুক
তুমি যেমন পুরোটাই তোমাকে ভালোবাসবে।
০২- কবিতা শোনাবো তোমায়
———————————–
আমার একটা কবিতা কি পাঠ করে শোনাবো তোমারে
তুমি কি শুনবে ক্ষণিক সময় নিয়ে বসবে আমার কাছে ?
বললো আমারে আচ্ছা বসছি তাহলে গাছের তলে
তোমার কবিতাখানি পাঠ করে শোনাও আমারে ।
পুরো কবিতাখানি পাঠ করে শোনালাম তারে
শেষে দেখি হাসছে তিনি খানিক ভ্রু কুচকে।
অবাক হয়ে বললাম কিছু কি তবে ভুল আছে?
“প্রথমেই তো ভুল বলেছো তুমি আমারে”।
কবিতার প্রত্যেকটা লাইনে তো আমার কথা
তাহলে বলো কি করে হলো তোমার কবিতা!
প্রত্যেক টা কবিতা তোমার ই হোক
অধিকার শুধু নাহয় তোমারই থাক।
যতটুকু পারবো লিখবো তোমার জন্যে
অর্পণ করবো তোমার ওই চরণ তলে।