কলমে:- মোঃ কেরামত আলী
মানুষ হইয়া জন্মালে কি?
তবে মানুষ হওয়া যায়!
মানুষ হওয়ার জন্য নিজের
বিবেকে জাগ্রত রাখতে হয়।
তোফাজ্জল আদোও জানতো না,
এই শেষ তার খাবার ও নিংশ্বাস।
বাবা গেল ১৬ সালে,মা গেল ১৯ এ,
ভাই গেল ২৩ সালে,নিজেও শেষ ২৪ এ।
মা বাবা ভাইয়ের শোকে হয়েছে
সে নিজে পাগল,তোরা কোন পাগল?
সে ছিলনা ভাই জ্ঞান সম্পন্ন,
খুদা লাগলে সবাই খায়,সেও খাবে।
একটি মানুকে কত আঘাত করলি
তোরা সবাই মিলে,কি নিষ্ঠুর তোরা!
মারবি যখন তবে কেনো ভাত খাওয়ালি?
এমনভাবে শায়িত করলি ফিরবে না ঘরে।