কলমে: মহম্মদ মফিজুল ইসলাম
বন্যা থামে না আর,
নদীর পাড় ভাঙ্গে ফি-বছর।
গ্রামের পঙ্কিল রাস্তা সর্পিলের মতো
ঘোরে এদিকে ওদিকে।
প্রতিবেশী গরিব-গুরবোদের কাঁচা বাড়িগুলো
জলের নিচে ভাসছে।
বিরোধী নেতা-নেত্রীরা মিটিমিটি হাসছে।
খাবার নেই দুমড়ানো-মোচড়ানো ঘরে।
ত্রাণের আকাল সর্বত্র।
শহরের ফোটো তোলা বাবুরা আসেনি আজও।
অভুক্ত শিশুরা কেঁদে কেঁদে ক্লান্ত।
ঘুমিয়ে পড়েছে অভাগা হাড় জিরজিরে মায়ের কোলে।
ওদের জীবন যন্ত্রণা বেড়ে চলে রোজ।
ভোগান্তির শেষ কোথায়?
=================
মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত।