নুর ই আল শাহাত চৌধুরী
কাধে ঝুলন্ত ব্যাগ নিয়ে থাকি
আমি যে ডাক পিয়ন,
ছোট শিশুরাও আমায়
ডাকে ডাক পিয়ন।
এক রাস্তা থেকে অন্য রাস্তা
এক বাড়ি থেকে অন্য বাড়ি,
ঘুরে বেড়াই সারাদিন
আত্বীয় স্বজনের তাগিদে সংবাদ বয়ে আনি।
মাঝে মাঝে দেখা যায়
তাকে যেন কর্ম শক্তি মান,
কখনো আবার হাল্কা রিদয় নিয়ে
হাতে তার হাল্কা ব্যাগ।
পল্লী এলাকার বন্ধুত্ব ভাষাপন্ন
গ্রাম বাসির সুখ দুঃখের সাথি
ডাক পিয়ন চেনা মুর্তি হিসাবে
মনে পূর্ন করে রাখি।