কলমে: কামরুন নেসা লাভলী
ভালোবাসার যে-মন সুখ আছে
তেমন – ই আছে জ্বালা
ভালোবাসা কি শুকনো ফুল ?
যে টোকা দিতেই ঝরে পরবে
ভালোবাসা কি এতই ঠুঙ্ক ?
যে সামান্য ভীত পদচারনা
প্রিয়াকে দ্বিধান্বিত করবে
ভালোবাসা কি এতই ঘৃণ্য ?
যে অন্য কোন চুড়ির শব্দে
প্রিয়ার বন্ধন হতে দূরে সরে যাওয়া
ভালোবাসা কি এতোই নিন্দিত ?
যাকে কাছের বলে বেসেছি ভালো
অন্য কোন সুর তাকে ফেরায়
ভালোবাসা কি এতোই অসহ্য ?
যাকে নির্ভরতা করা যায়
তাকে ফেলে চলে যাওয়া
তবে বল ভালোবাসা কি ?
ভালোবাসা তো অনন্ত বাসনা
ভালোবাসা তো কেবল – ই
অনাদিকালের ভালোলাগা
ভালোবাসা তো সর্বক্ষণ প্রিয়ার
শুভচিন্তা
ভালোবাসা তো ফুটন্ত গোলাপ
সুবাসিত চির অম্লান
ভালোবাসা তো প্রিয়ার স্নেহ বন্ধন
যা থাকে চির অটুট
ভালোবাসা তো সুখ দুঃখের নিরব
পথচলার সাথী
ভালোবাসা তো কখন ও ফুরিয়ে
যাওয়া নয়
ভালোবাসা তো কেবলই
অফুরন্ত আশা ।।