কবি:- আনোয়ারুল কবির বাবলু।।
আকাশপানে মেঘ জমেছে, বৃষ্টি হবে জমিনে
ফুল ফসলে ভরবে দেশ, খায়না যেন কমিনে।
কৃষক ফলায় সোনালি ধান, সোনার মানুষ হয়ে
দুর্নীতিবাজ সাহেব বেটা মজা লুটে আরাম চেয়ারে বসে।
বাঘ মরেছে এইনা ভেবে, শিয়াল মামাদের দৌড়ঝাপ
হায়নারা তাই খামছে ধরছে, উড়া ধুরা বাপরে বাপ।
ভালো আমরা মুখে বলি, সুযোগ পাইনা বলে
সুযোগ পেলে বস্তা ভরি, নানা ছলে কলে।
দেশ আমার মায়ের মত, মাকে ভালোবাসি
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে থাকবো পাশাপাশি।
পাচারকারী দেশদ্রোহী, জুলুম অত্যাচার
ধ্বংস তাদের হবে নিঃশ্চই, শুধু সময় অপেক্ষার।
এই জীবনে দেখছে মানুষ অনেক পরিনতি
তবু তাদের হয়না হুস,করছে দুর্নীতি।
মানুষ গুলো হয়না মানুষ, শিক্ষিতরাই বেশি
মুর্খরা তাই তাদের দেখে, হাসে অট্টহাসি।
দুর্নীতি আর পুকুর চোরি করছে যত আমলারা
সোনার দেশের সেনার মানুষ অশিক্ষিত কামলারা।
রাজার নীতি আদর্শ তাই, করতো মানুষ রাজনীতি
এখন মানুষ নীতির নামে করছে সবাই দুর্নীতি।
তরুন সমাজ উঠছে জেগে, করতে হবে সংস্কার
ব্যাক্তি নয়, নীতি বদলাও, যেবা আসুক সরকার।
ছাত্র সমাজ গান ধরেছে, স্লোগান দিছে
সুশাসনের ডাক দিয়েছে
বন্ধ কর, বন্ধ কর, ঘোষের নিয়ম বন্ধ কর
দেশকে ধ্বংস করে যারা, তাদের নিয়ে জেলে ভর।