কলমে: শাহজাহান রবি
হলো বিদায় বলো কোথায়
মাটির তৈরি ঘর,
চিত্রা নদীর জল শুকিয়ে
এখন দেখি চর।
লাঙ্গল-জোয়াল কাঁধে নিয়ে
গরুর হালে চাষ,
ফলত যখন সোনার ফসল
মিটত চাষীর আশ।
কোথায় বলো বিদায় নিল
বিকেল বেলার ক্ষণ,
গোল্লাছুট আর দাঁড়িবান্ধায়
মেতে উঠত মন।
ঝড়ের দিনে আম কুড়ানো
বিলীন হওয়া কাল,
নুন মরিচে খেতাম বসে
আমতা আমতা ঝাল।
খালবিলে হায় ছিল কত
গুঁড়া-গারা মাছ,
মাটির ঘরে খঁড়ের ছাউনি
দেখি কি রে আজ।
মটকা-হাড়ি গরুর গাড়ি
ঠেলা-গাড়ি নাই,
আগের মতো শান্তি কি আর
মডার্ন যুগে পাই!
কেরোসিনের কূপির বাতি
নিঝুম সন্ধ্যা রাত,
দাদির কাছে ভূতের গল্প
শুনে হতাম কাত।
পাখপাখালির_কিচিরমিচির
শুনে কাটত ঘুম,
যেত শুনা মক্তবের ওই
আরবি পড়ার ধুম।
দিনের শেষে একা ভীষণ
মোবাইল পেল হাত,
দিন চলে যায় হয়না দেখা
এখন কারো সাথ।
আধুনিক আজ হলাম মোরা
স্মৃতি বাজায় বীণ,
কভু কি আর আসবে ফিরে
আগেকার ওই দিন!