কলমে : এম এ লতিফ
শূন্যতা মোর তুষের আগুন
কেঁড়ে নিলো সুখটারে,
আমি পুড়ে পুড়ে অঙ্গার হলাম
বুঝলোনারে কেউ আমারে,
জীবন আমার দুঃখের সাগর
দুঃখের তরী বায়ে গেলাম জীবন ভরে,
এইতো জীবন সব প্রহসন
ধিকিধিকি জ্বলে আগুন অন্তরে,
দেয়না কেউ শান্তনা,করে সবাই প্রবঞ্চনা
এই কি মোর ভাগ্য রেখা
দুঃখটাকে বরণ করে
মেনে নিলাম ভাগ্যটারে!
চারিদিকে জ্বলছে আগুন
কে নিভাবে মনের আগুন
চিতার আগুন জ্বলছে সদাই
কভু কোনদিন শেষ হয়নারে,
শূন্যতা মোর তুষের আগুন
কেঁড়ে নিলো সুখটারে,
বাঁচবো কদিন কেউ জানে না
মেনে নিলাম ভাগ্যটারে,
শূন্য বুকে সব দুরাশা
মিটে নারে মনের আশা
সুখগুলো মোর পালিয়ে বেড়ায়
স্রষ্টাই আমার শেষ ভরসা
দুদিন জীবন এই পৃথিবীর খেলা ঘরে!