অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গতকাল ১লা সেপ্টেম্বর ২০২৪ রোজ রবিবার রাত ৯ঃ৪২ মিনিটে শেরেবাংলা রোডস্ত জে কে শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ (স্বাধীন) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি একজন সমাজ বান্ধব ব্যক্তি ছিলেন। জে কে শিশু বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করে স্কুলটি পরিচালনা করতেন।
তারই সাথে বিকালে অবসর টাইমে মৌলভী পাড়া মর্ডান টাওয়ার এর মোড়ে তার বাসার সামনে একটি ওষুধের ফার্মেসি দিয়ে মানব সেবার কাজে নিয়োজিত ছিলেন। কিন্তু মৃত্যুর কোন বয়স নেই, নেই কোন নির্দিষ্ট সময়। রাত ৯:০০ টার সময় ও তিনি তার ফার্মেসিতে ছিলেন। হঠাৎ করে শরীরের অবস্থা খারাপ হলে তাকে তাৎক্ষণিকভাবে খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি খুলনা আর্ট একাডেমির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন। এজন্য খুলনা আর্ট একাডেমির পরিবারের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি হয় । আজ সন্ধ্যার পরে তার দোকানের সম্মুখ থেকে যখন যাই তখন আনুমানিক সাড়ে সাতটা বাজে। ওই একই রাস্তা থেকে যখন পুনরায় আবার ফিরি তখন অনেক মানুষের ভিড় দেখে জানতে পারি মোঃ আবুল কালাম আজাদ ভাই চিরদিনের জন্য মায়ার বাঁধন ছিন্ন করে পরপারে চলে গিয়েছেন। এটা খুবই বেদনাদায়ক।
তার মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত। তার রেখে যাওয়া দুটি সন্তান এবং স্ত্রী যেন এই শোক কাটিয়ে সন্তানদের গড়ে তুলতে পারেন। এবং পরিবারের সদস্যরা যেন এই শোক কাটিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে পায়। এমন প্রত্যাশায়
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি।