কবি: আনোয়ারুল কবির বাবলু।
********************************
ঠিক এই মুহূর্তে তুমি কি ভাবছো আমি জানিনা
তবে, এটুকু জানি যে, তোমার ভাবনার সূচিপত্রে পৃথিবীর সব কিছু ঠাই পেলেও
অন্তত আমি পাইনি।
কেনইবা ভাববে তুমি আমাকে নিয়ে
কিইবা যোগ্যতা আছে আমার
কিইবা দিতে পারবো তোমাকে
না আছে অর্থ বিত্ত, না আছে প্রভাব প্রতিপত্তি ।
তুমি সুন্দরি সুশ্রী উচ্চ শিক্ষিতা আধুনিক ভদ্র পল্লীর মানুষ
আছে বাড়ি গাড়ি অট্টালিকা
অহংকারের পাহাড়ও বেশ বড়সড়
সেখান থেকে নিচের সবুজ প্রকৃতি গুলো
অগোছালো, রুগ্ন ফ্যাকাশে অস্পষ্ট লাগে।
আমার আছে শুধু এক বুক ভালোবাসা
যা দিয়ে স্বর্গ রচনা করা যায়
কিন্তু সস্তা ভালোবাসা দিয়ে তো আর জীবন চলেনা।
জানি কোনদিনই তুমি আমার হবেনা
তবু তুমি যদি চাও, সাগর সেঁচে মানিক এনে দিব
হিমালয় থেকে বরফ এনে ভিজিয়ে দিব তোমার বেনারশি শাড়ির আঁচল
তারপরও যদি বল, হৃদয়ের রক্ত দিয়ে রাঙিয়ে দিব তোমার আলতা রাঙা পায়।
প্রেমহীন ছন্নছাড়া জীবন আমার
মাঝখানে পেড়িয়ে গেছে অনেক বছর
কেমন আছ, কোথায় আছ আমি জানিনা
শুনে ছিলাম সংসার ভেঙে ফিরে এলে বাবার ঘরে
জীবন চালাতে শিক্ষকতা কর, বুঝলে অনেক পরে।
আমার দুঃখ কি জান?
একদিন কেন জানি মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলে
আর আমি এটাকে সত্যি ভেবে মনের ক্যানভাসে ভালোবাসার ছবি এঁকে ছিলাম
স্বপ্ন দেখে ছিলাম দুজনের মায়া মমতায় সাঁজানো স্বর্গ সুখের সংসার।
তা আর হলোনা প্রিয়,
জীবন আজ হাহাকারে মোড়ানো জীবন্ত ফসিল
অভিষাপ দিবনা তোমারে, সুখি হও তুমি
সুখের চাদরে ঘুমাও তুমি যদি পার একবার ডাকিও দুঃখ গুলো আমারই থাক, যতন করে রাখিবো।