সেই তুমি, সেই সবুজ তুমি,
একে একে পার করলে কুড়িটি বসন্ত,
যার নীলাভ আভা জ্বেলে করলে অনন্ত,
আজ তোমার জীবনে কোমল কুঁড়িতে ফুটল একুশে বসন্ত,
সেই তুমি, আজ রঙ্গিন ডানা মেলেছো…
যৌবন পূর্ণ করিলে আজ, ধন্য তুমি,
পাঁচটি আগের বসন্তে দেখা পায় তোমার !
ডালে ডালে শাখা তলে ফুল ফুটল আমার !
নম্র মুকুলের মতো বিকশিত ঐ নিষ্পাপ দুটি মন
জুড়ে ছিল একটি হৃদয়ে এক চির বন্ধুত্বের বন্ধন,
ভালোবাসার আলতো ছোঁয়ায় দেখেছিলাম তোমার দুনয়ন !
আজ তুমি আছো বিরহ গগনে !
তোমার মন আছে এক উজ্জীবিত সজনে !
কি বা দিই তোমায় বলো বন্ধু এক স্নেহের টানে,
বন্ধুত্বের বাঁধন ছাড়া কিছুই নাই এ অভাগা মনে !
জানালাম শুভেচ্ছা শত শত আজকের এই বিরহ দহনে,
আরও সুমধুর স্বপ্নময় বসন্ত নামুক তোমার বাকী জীবনে !
তুমি নেই কাছে, তবু দুরত্ব কি শোভা পায়?
বন্ধু, বন্ধুত্ব এক সঙ্গে যেন মিলন ভালোবাসার জয় !
ওগো বসন্তের কোকিল মধুর সুরে ডাক দিয়ে কয়,
সেও আছে বসে তোমার ভালোবাসার অপেক্ষায় !
আসবে তুমি ফিরে নিয়ে কোমল স্নেহের মৃদু ছোঁয়া,
আজকের মতই আজীবন দেবো তোমায় আগামীর অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া।