মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলুঘাট রোড দর্জিপাড়ায় অবস্থিত মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বনাত এর বালক শাখার মেধাবী ছাত্র মোহাম্মদ গোলাম মোস্তফা ও কামরুন নাহার এর সুযোগ্য সন্তান হাফেজ ইসতিয়াক বিন মুস্তফা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আব্দুস শাকুর সাহেব জানিয়েছেন, ছেলেটা খুবই মেধাবী ও পড়ালেখায় আন্তরিক। তাছাড়া মহান আল্লাহ পাক তাকে অনেক ইলম দান করেছেন বলেই মাত্র ৩ মাস ১৬ দিনে ৩০ পারা কোরআন মুখস্ত করে হাফেজ হতে সক্ষম হয়েছে। তাঁর বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায়।
গত ২৫সেপ্টম্বর-২৪ ইং রোজ বুধবার সকাল
৭.টায় মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত এর প্রতিষ্ঠাতা পরিচালক ও হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লোহাগাড়া শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ক্বারী আব্দুস শাকুর সাহেব এর কাছে তার বরকত পূর্ণ শেষ সবকটি শুনিয়েছেন।
আল্লাহ তায়ালা তাকে দ্বীনের একজন দায়ী হিসাবে কবুল করতে ও একজন যোগ্য আলেম বানাতে তাঁর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা সকলের কাছে দোয়া চেয়েছেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন আগামী ২৮সেপ্টম্বর ২৪ ইং শনিবারে অত্র মাদরাসার পক্ষে থেকে তাঁকে একটি সংবর্ধনা দেওয়া হবে ইনশা আল্লাহ। অনুষ্ঠানে সকল অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ।