মোঃ জাবেদুল ইসলাম
চোর চোর কতো চোর,
অই দেখা যায় আরও চোর,
চাগল চোর মুরগী চোর,
চোখের সামনে এতো চোর।
রাজহাঁসটাও নিলো চোর,
শাড়ি ব্লাউজ পেডিকোট।
নামী দামি পোশাক চোর।
মন টা যেন ভীষণ লোভ।
চেয়ার টেবিল নিলো চোর,
ভাত তরকারিও খেল চোর।
আরাম করে ঘুমোয় চোর।
মাছ মাংস ডাল আটা চোর।
বেগুন মুলা গাজর চোর,
আটা ময়দা চিনি চোর।
চেয়ার টেবিল নিলো চোর,
সোফা ঘাড়ে আলছে চোর।
জ্বাল দিয়ে ধরলো মাছ,
রুই কাতলা চিতল মাছ।
ঘরে আর নেই তো বাকী,
চোরের চোখে পরে না ফাঁকি।
এয়ারকুলার রেফ্রিজারেটর,
চোর দেখে তা বেজায় খুশি।
চোরের মন হৃদয়ে পুষি।
রোড লাইটটাও করলো চুরি।