আনোয়ারুল কবির বাবলু।
**************************************
আষাঢ় এলো বর্ষা নিয়ে
চারিদিকে রিমঝিম বৃষ্টি
পাখির কল কাকলিতে ভরা
নদীর মোহনায় করেছে
মায়াময় প্রেমের মিলনের সৃষ্টি।
আমার ভালোবাসা আজ মৃত্যু পথযাত্রী
তোমার অপেক্ষায় থেকে থেকে,
যাবার বেলায় বলেছিলে আমায়
আবার আসিবে তুমি কোন এক বর্ষায়
কত বর্ষা এলো গেলো,
শরতের কাঁশবনে প্রেমের মেলা হলো
তবু তুমি এলেনা।
মাধবিলতা, তুমি কেন এতটা পাষাণ
স্মৃতির পাতা গুলো স্বাক্ষী হয়ে আছে
গ্রীষ্মের দুপুরে ছায়া ঘেরা আম্র কাননে
সেকি উষ্ণ আলিঙ্গনে কাঁপছে দুজনার ঠোট
কোন এক অজানা শিহরণে,
জড়িয়ে ধরে ছিলে মনের অজান্তে
ক্ষনকাল পরে চোখ মেলে দেখি
শুইয়ে আছি অনন্ত প্রেমের জলসা ঘরে।
মাধবিলতা, তুমি আজ সুখ সাগরে ভাসছো
তাইতো, আমার সব ভালোবাসা ভাসিয়ে দিলাম আষাঢ়ের জলে
খাল নদী পেড়িয়ে ভাসতে ভাসতে চলে যাবে সাগরের বুকে
দেখা হবে তোমার সাথে, বিশাল সাগরের বুক থেকে খুঁজে নিও
আমার পুড়া হৃদয় নিংড়ানো অকৃত্রিম ভালোবাসা।