(০১) ভূত ছানা টিম টিম
ভূত ছানা টিম টিম,
চোখ মারে ডিম ডিম,
রাত হলে জেগে উঠে,
বসে থাকে গাছের তলে,
আলোর ছায়া চিমচিম।
হাওয়া যখন শোঁ শোঁ,
ভূত ছানা ঢোঁক গোঁ,
নাচে তারা জোড়া জোড়া,
বাজায় হাড়ের তবলা সাড়া,
মজা লাগে, হো হো!
ভয় কিসের? দারুণ রাত,
ভূত ছানার গায় নাচ,
আকাশ ভরা তারা ঝরে,
ভূত ছানা হাসে পড়ে,
রাত কাটে দিব্বি সাথ।
(০২) ভূত বুঝি এলো হায়
ভূত বুঝি এলো হায়,
খাটের নিচে টিপটিপ পায়,
চুপটি করে দেখি আমি,
ভয় তো নাই, মিছে সবই!
চোখ বড় বড়, দাত ঝকঝকে,
মনে হলো হাসছে মুকুটে,
বলল, “হুঁ হুঁ! ভয় পেয়েছ?”
আমি বলি, “নইরে ভয়! তুমি মজা করছ!”
ভূতটা বসল গল্প শোনায়,
তারাও নাকি নাচে আকাশে যায়,
ভূত না ভয়, বন্ধু সে ভাই,
গল্প শুনি, ভয় তো নাই!
রাত পেরিয়ে হলো সকাল,
ভূতটা গেল, হলো হালকা,
বন্ধু ভূত, দারুণ ছিল,
ভয়কে নিলাম মজা বলে।
(০৩) ভূতের বাড়ি
ভূতের বাড়ি বনের ধারে,
ঝোপের পাশে নদীর পারে,
খাঁচা খোলা জানলা সব,
রাত হলে লাগে ঢং ঢং শব্দ।
হাওয়া আসে ফুড়ুৎ ফাড়ুৎ,
দরজা খোলে খটাশ কটাশ,
মাকড়সার জাল ঝুলে,
ভূতেরা নাকি হাঁটে দুলে।
চাঁদের আলোয় সাদা ধবধবে,
হেসে চলে ভূতের দলে,
কেউ তো ভয় পায় না তবু,
ভূতের বাড়ি মজার তবে!
যায় সবাই দল বেঁধে,
গল্প শোনে ভূতের বেশে,
ভয় কি আর? মজা বেশি,
ভূতের বাড়ি দারুণ হাসি!