তুমি সুন্দরী ঝিঙে ফুল হাসনাহেনা বকুল
নাসিকা তোমার রামের দেওয়ানা সূর্পণখা,
মৃগ নাভি কস্তূরী তুমি আফগান জাফরান
আলু-থালু দীঘল কেশের দ্রুমরাজ শাখা!
আমি ভালোবাসি আমার দেশ, বাংলা মায়
ক্ষেতের ফসল করে মাতোয়ারা গন্ধ ছড়ায়,
তুমি নারী কৃষ্ণ চূড়া কুমড়া ফুল, বাংলার শোভা
যত ‘নর’ থাকতে চায় সারাদিনের ক্লান্তি শেষে তোমায় জড়ায়!
তুমি পুস্পের পাপড়ি ঝরা ফোটা ফোটা শিশির
তুমি বাবুই চড়াই ডাকা ভোরের কিচিরমিচির
ফুলের মত স্নিগ্ধ তোমার মিষ্টি অবয়ব
তোমার ভোরের ডাকে নিদ্রা হরে মুনিঋষির!
স্নিগ্ধ শুভ্র আকর্ষণীয় তব ওষ্ঠ
তোমার লজ্জাবতী’র পত্র-বহুল এক অন্তর,
তুমি সোফিয়া লোরেন জুলি আ্যান্ডুজ তাসনিয়া ফারিণ, বাংলার কবরী
তোমার স্পর্শ যাদু ভরা, জানো তুমি ‘নর’ ভুলানো মনন্তর!
তুমি ফুলের রানী গোলাপ পাপড়ি
নিশিপদ্ম তুমি, রজনীগন্ধা বাংলা র ববিতা,
তুমি নাচঘরে মিলন বাসরে সরাব সাকি
তুমি পূজারীর প্রতিমা পাহাড়ি ঝর্ণা আমার প্রিয় কবিতা!