০১- বীর বাঙালী
——————————–
বীর বাঙালী ধার ধারেনা
মামলা হামলা হুলিয়া,
বুকের রক্তে গঙ্গা বহায়
জীবন বাজী রাখিয়া।
সাদাকে সাদা বলতে হবে
কালোকে বলো কালো,
উড্ডয়ন করো বিজয় নিশান
আঁধার করো আলো।
যে যা খুশি বলুক
বাঙালী ড্যাম কেয়ার,
সবকিছু ঠিকঠাক চলুক
বলবো ওয়েলফেয়ার।
শ্লোগান
দেওয়ান জুলফিকার হাসনাত
শ্লোগানে শ্লোগানে উঠুক গর্জে
দাবি আদায়ের হুংকার,
ভেঙ্গেছে বাঁধ শৈর্য ধৈর্যের
নিপাত যাক তাঁবেদার।
০২- রক্তে আগুন
————————————-
রক্তে আগুন কামানের গুলা
নিশাচর হিংস্র হায়েনা,
ইঞ্চি ইঞ্চি মাটির হিসাব চাই
কোন দাদাদের ছাড়বোনা।
মানচিত্র খাচ্ছে ছিড়ে
শিয়াল শকুনের দল,
সময ওদের আর দেবোনা
ভাঙ্গবো শোষণের অর্গল।
লাল সবুজের পতাকা তলে
মুক্তির জয়গান,
সোনার বাংলায় না হোক আর
স্বৈরাচারের অবস্থান।
০৩- দেশ সংস্থার
————————————
দেশ সংস্কারে মিশন চলছে
টেকনাফ থেকে তেতুলিয়া,
সমাজ দেহের জঞ্জাল নিধনে
চলছে হাজার প্রক্রিয়া।
আইন আদালত বিচার কার্যেও
চলছে দারুণ সংস্থার,
সংবিধানও সংস্কার হোক
পক্ষে ছাত্র জনতার।
বাংলাদেশ হোক রুল মডেল
বিশ্ববাসীর দরবারে,
বাঙালী বীরের জাতি
ডরেনা কোন সংস্কারে।