কলমে: আনোয়ারুল কবির বাবলু
***************************
শরতের আকাশ ভেঙে অঝোরে ঝরছে শান্তির শীতল বৃষ্টি
জানালার পাশে একাকী বসে তোমাকে ভাবছি আর বৃষ্টির গান শুনছি।
এমন যদি হতো, বৃষ্টির খোলা আকাশের নীচে দুজন মিলে হাত ধরে হাটতাম
ভিজে ভিজে কামুক হৃদয়েকে আলিঙ্গনে আবদ্ধ করে প্রেমের সাগরে সাঁতার দিতাম।
এই অসিম সাগরে ভাসতে ভাসতে জীবনের বাকীটা সময় পার করে দিতাম।
যেন আর কোনদিন তেমাকে হারাতে না হয়।
ওগো বৃষ্টি তোমাকে বলি, আঁধার রাতে আসবে তুমি
আমি দখিনের জানালায় হাসনাহেনার মালা নিয়ে অপেক্ষায় থাকবো।
তোমার খুপায় পড়িয়ে দিব,তোমার চুলের গন্ধ শুকে আমি মাতাল হবো।
তোমার বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়বো,
তোমার হাতের পরশে আমি চমকে উঠে জড়িয়ে ধরবো
আর আমি চিৎকার করে বলবো, তুমি আমার, শুধু আমার ভালোবাসা।
ব্রহ্মপুুত্রের চরে স্বগৌরবে ফুটেছে কাঁশফুল
আমন্ত্রণ করছে প্রেম পুজারি যোগলদের।
আশ্বিনের বৃষ্টিতে ভিজে ফুল গুলো রয়েছে নুয়ে
কদর্য প্রেমের সব উচ্ছিষ্ট নিয়ে গেছে ধুয়ে।